গাজীপুর প্রতিনিধি.গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোর এলাকায় গাজীপুর সেনাক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা ও ছেলে আটক হয়েছেন। আটকরা হলেন মো. তসলিম সিরাজ (৫৪) এবং তাঁর ছেলে মো. মুশফিক তসলিম (২৭)। তারা দুজনই গাজীপুর মহানগর বিএনপির বাসন থানার সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।
সূত্র জানায়, বুধবার দিবাগত রাত পৌনে ৩টা থেকে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টা পর্যন্ত অভিযান চালানো হয়। মো. তসলিম সিরাজের বাড়ি থেকে উদ্ধার করা হয় ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি হাঁসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা এবং ২৭টি নকল ডায়মন্ডসহ অন্যান্য অস্ত্র। এ ছাড়াও প্রায় ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অভিযান শেষে আটক দুইজনকে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
