আর নিউজ ডেক্স. শেখ হাসিনা: “আওয়ামী লীগকে নির্বাচন থেকে বঞ্চনা করা হলে লাখ লাখ সমর্থক ভোট বয়কট করবে”
ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বাধাপ্রাপ্ত হয়, লাখ লাখ সমর্থক ভোট দেবে না। জুলাই ২০২৪-এর অভ্যুত্থান দমাতে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার প্রেক্ষিতে ৫ আগস্ট ভারতে পাড়ি জমান তিনি। রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে দলের কার্যক্রম স্থগিত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্বাচন অযোগ্যতা সংযোজনের পর তাঁর ভোটে অংশ নেওয়া বন্ধ হয়ে গেছে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ভোটারদের অন্য কোনো দলকে সমর্থন দিতে বলছি না, আশা করি শেষ পর্যন্ত বিবেকের জয় হবে।” আন্দোলনে নিহতদের জন্য শোক প্রকাশ করলেও তিনি অভিযোগকৃত গুলি চালানোর নির্দেশ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “মাঠপর্যায়ের কর্মকর্তারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন।” দেশে ফিরে বৈধ সরকার, সাংবিধানিক শাসন ও আইনশৃঙ্খলা ফিরলে আওয়ামী লীগ রাজনীতিতে ভূমিকা নেবে, কিন্তু কোনো একক ব্যক্তি বা পরিবারের অধিকার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না।
