নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনা। একটি পিলার থেকে শক অ্যাবজর্ভার প্লেট পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে মতিঝিল মেট্রো স্টেশন থেকে মেট্রো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্টেশন থেকে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বের করে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এদিকে, দুর্ঘটনার কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
