সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান...

আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

রনি মজুমদার. বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) ও আর্মি মেডিকেল কোর (এএমসি)-এর রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ আজ যথাক্রমে জাহানাবাদ সেনানিবাসস্থ আর্মি সার্ভিস কোর সেন্টার এন্ড স্কুল (এএসসিসিএন্ডএস) এবং শহীদ সালাহউদ্দিন সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল (এএমসিসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান দু’টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তাঁরা কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সৈনিকদের অভিবাদন গ্রহণ করেন।

নান্দনিক ও চৌকষ প্যারেডের মধ্য দিয়ে এএসসি ও এএমসি-র নবীন সৈনিকরা আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিগণ নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক। আধুনিক প্রশিক্ষণ ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে, যাতে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় তারা প্রস্তুত থাকে।

তাঁরা আরও বলেন, দেশের প্রতি অগাধ ভালোবাসা ও আত্মত্যাগের মানসিকতা নিয়েই সেনাসদস্যদের দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদিত করতে হবে।

অনুষ্ঠানদ্বয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), বিভিন্ন পদবীর সৈনিক, নবীন সৈনিকদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য