সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeস্বাস্থ্যঅন্যান্যরেল টিকিট কালোবাজারি দমনে অভিযান, এক সপ্তাহে আদায় ১৭ লাখ ২৬ হাজার...

রেল টিকিট কালোবাজারি দমনে অভিযান, এক সপ্তাহে আদায় ১৭ লাখ ২৬ হাজার টাকা

রনি মজুমদার. ট্রেনের টিকিট কালোবাজারি রোধ ও ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে গঠিত ২৩টি বিশেষ টাস্কফোর্স গত ৬ অক্টোবর থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাত দিনের এই অভিযানে (১২ অক্টোবর পর্যন্ত) মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা জরিমানা ও টিকিটের ভাড়া বাবদ আদায় করেছে টাস্কফোর্স।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অভিযানের সময় বিনা টিকিটে ভ্রমণ, অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট ক্রয় ও অন্যান্য অনিয়মের অভিযোগে সর্বমোট ৮ হাজার ১৩১ জন যাত্রীকে শনাক্ত করা হয়। এর মধ্যে ৬ হাজার ২৭৮ জন ছিলেন বিনা টিকিটের যাত্রী এবং ১ হাজার ৮৫৩ জন অন্যের আইডি ব্যবহার করে টিকিট ক্রয় করেছিলেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে বিনা টিকিটের ৩ হাজার ২৫৭ জন ও অন্যের আইডি থেকে ক্রয়কৃত টিকিটধারী ৯৮৬ জন যাত্রী শনাক্ত করা হয়। তাদের নিকট থেকে নিয়মিত ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৬ হাজার ৪১৫ টাকা, মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়।

অন্যদিকে পশ্চিমাঞ্চলে বিনা টিকিটের ৩ হাজার ২১ জন ও অন্যের আইডি ব্যবহার করে টিকিট ক্রয় করা ৮৬৭ জন যাত্রীকে শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা, মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়।

অভিযান চলাকালে টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশও করেছে টাস্কফোর্স।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের পরিচয় যাচাই ও টিকিটের মুদ্রিত নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। টাস্কফোর্সের সদস্যরা দায়িত্ব পালনকালে টিকিটবিহীন বা অন্যের টিকিটে ভ্রমণকারী যাত্রীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে যথাক্রমে ১৩টি ও ১০টি টাস্কফোর্স কাজ করছে। রেলওয়ের নিয়মিত টিকিট চেকিং কার্যক্রমের পাশাপাশি এসব টাস্কফোর্সের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য