সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বজেন-জি বিক্ষোভে পলায়ন প্রেসিডেন্ট রাজোয়েলিনা

জেন-জি বিক্ষোভে পলায়ন প্রেসিডেন্ট রাজোয়েলিনা

আন্তর্জাতিক. জেন-জি প্রজন্মের নেতৃত্বে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে দিশেহারা মাদাগাস্কার। তরুণদের তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, রবিবার ফরাসি সামরিক বিমানে করে তিনি গোপনে ফ্রান্সে পাড়ি দেন। বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াইকো নিশ্চিত করেছেন—প্রেসিডেন্টের দপ্তরে ফোন করেও তাঁরা জেনেছেন, রাজোয়েলিনা দেশ ত্যাগ করেছেন।

দেশটির সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই রাজধানী আন্তানানারিভোতে অস্থিরতা বাড়ছিল। এর মধ্যেই সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা থাকলেও রাজোয়েলিনা পালিয়ে যান।ফরাসি গণমাধ্যম আরএফআই জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে গোপন সমঝোতার পরেই দেশ ছাড়েন মাদাগাস্কারের প্রেসিডেন্ট।

২৫ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জেন-জিদের আন্দোলন শুরু হলেও তা দ্রুতই রূপ নেয় সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দারিদ্র্যের বিরুদ্ধে বৃহত্তর জনঅসন্তোষে। জাতিসংঘের হিসাব বলছে, এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন।

মাত্র ২০ বছরের গড় বয়সের তরুণপ্রধান দেশ মাদাগাস্কারে প্রায় তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। স্বাধীনতার পর থেকে মাথাপিছু আয় ৪৫ শতাংশ কমেছে।বিশ্বখ্যাত ভ্যানিলা উৎপাদনের জন্য পরিচিত এই দ্বীপরাষ্ট্রের অর্থনীতি এখন টিকে আছে নিকেল, কোবাল্ট, বস্ত্র ও চিংড়ি রপ্তানির ওপর।

বিশ্লেষকরা বলছেন, মাদাগাস্কারের তরুণদের ক্ষোভ শুধু স্থানীয় নয়—নেপাল, কেনিয়া ও মরক্কোর আন্দোলনেও তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য