সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

ডেক্স রির্পোট. ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার সকালে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সফরসূচি অনুযায়ী, মুহাম্মদ ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

এ সফরে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। রোববার দিনগত রাতে বিষয়টি এক ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি লেখেন, কিছু পত্রিকা ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, প্রধান উপদেষ্টা রোম সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে আমি স্পষ্ট করে বলতে চাই— এই সফরসংক্রান্ত বিষয়ে বাসস বা অন্য কোনো সংবাদমাধ্যম আমার সঙ্গে কথা বলেনি।

তিনি আরও লেখেন, বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলাম, প্রধান উপদেষ্টা রোম যাচ্ছেন ওয়ার্ল্ড ফুড ফোরামের সভায় যোগ দিতে। আমি আরও বলেছিলাম, সফরকালে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। কিন্তু কোথাও আমি বলিনি যে, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। বাস্তবে এমন কোনো বৈঠক নির্ধারিতও ছিল না।

শফিকুল আলম আশা করেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য