সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeস্বাস্থ্যঅন্যান্যসীমান্তে মাইন বিস্ফোরণ, বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন

সীমান্তে মাইন বিস্ফোরণ, বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত সদস্য মোহাম্মদ আকতার (নায়েক) ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বাইশফাঁড়ি ক্যাম্পে কর্মরত।

রবিবার (১২ অক্টোবর) সকালে সীমান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে টহলরত অবস্থায় বিস্ফোরণ ঘটে। এতে আকতারের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন অংজান ক্যাম্পের এলাকাভুক্ত। ধারণা করা হচ্ছে, পূর্বে আরাকান আর্মির সদস্যদের পুঁতে রাখা মাইনেই এই বিস্ফোরণ ঘটেছে। গোয়েন্দা সূত্র জানায়, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। সেই টহল চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে।

আহত নায়েক আকতারকে দ্রুত উদ্ধার করে রামু সিএমএইচে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা জানান, সীমান্তজুড়ে চলমান সংঘাত, আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং মাইন ফাঁদের কারণে সীমান্তবর্তী এলাকার জীবনযাত্রা এখন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য