সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeআইন-আদালতট্রাইব্যুনালের লাইভে সাইবার হামলা

ট্রাইব্যুনালের লাইভে সাইবার হামলা

অনলাইন ডেক্স. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, “ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। সেই সময় আমাদের ফেসবুক পেজের ওপর সাইবার অ্যাটাক করা হয়। অপরাধীরা চায়নি বিশ্বের মানুষ এই বিচারের স্বচ্ছতা ও প্রমাণগুলো দেখতে পাক।”

তাজুল ইসলাম আরও বলেন, “আমরা হামলার পর পেজটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের বার্তা স্পষ্ট—অপরাধ করে কেউ পার পাবে না, অপরাধীকে রক্ষার চেষ্টা বাংলাদেশে কখনো সফল হবে না।”

এদিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক চলছে। সকালে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন শুরু করেন।

পরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরবেন। সবশেষে প্রসিকিউশন খণ্ডন উপস্থাপন করবে।

আদালত সূত্রে জানা গেছে, কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য