সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়দেশে ফিরে যা জানালেন শহিদুল আলম

দেশে ফিরে যা জানালেন শহিদুল আলম

ইউসুফ আলী :ইসরায়েলে আটক থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। দেশে ফিরে তিনি গণমাধ্যমের সামনে খুলে দিয়েছেন বন্দিজীবনের ভয়াবহ অভিজ্ঞতার পাতা।

রাজধানীর পান্থপথের একটি হোটেলে বিকেল তিনটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহিদুল আলম বলেন,“আমাদের ফ্লোটিলা জাহাজে হেলিকপ্টার নিয়ে প্রায় ৫০ জন ইসরায়েলি সেনা হামলা চালায়। তারা আমাদের আটক করে দুই হাঁটুর উপর ভর দিয়ে বসতে বাধ্য করে, দুই হাত পিঠের পিছনে রেখে মাথা নিচু করে রাখা হয় দুই ঘণ্টারও বেশি সময়।”

তিনি আরও জানান,তার হাতে থাকা বাংলাদেশি পাসপোর্টটিও ছুড়ে ফেলা হয়। পরে সেটি কুড়িয়ে নেওয়ার চেষ্টা করলে সেনারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

শহিদুল আলম বলেন, আটক অবস্থায় টানা ৬০ ঘণ্টা বন্দি ছিলেন তারা। এত দীর্ঘ সময়ে একবারের বেশি খাবার দেওয়া হয়নি। তবে তিনি প্রতিবাদ জানিয়ে সেই খাবার গ্রহণ করেননি।

তিনি আরও জানান, বন্দি করার সময় তাদের সঙ্গে থাকা আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদেরও একইভাবে নির্যাতন করা হয়।

দেশে ফিরে তিনি বলেন, তিনি আন্তর্জাতিক মহলকে আহ্বান জানান, যেন ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য