সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeশিক্ষা৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে

৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে

রনি মজুমদার. রাজধানীতে আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে ৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সহায়তা করতে ট্রাফিক তেজগাঁও বিভাগ গ্রহণ করেছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও বিভাগ) মোঃ রফিকুল ইসলাম এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে আগে থেকেই সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই অনুযায়ী সকাল থেকেই পুরো এলাকাজুড়ে সুশৃঙ্খলভাবে ট্রাফিক ব্যবস্থা পরিচালিত হচ্ছে।

ডিসি (ট্রাফিক-তেজগাঁও) মোঃ রফিকুল ইসলাম নিজেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের প্রতি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে সচেতন পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছানোয় পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের কর্মকর্তারা জানান, পরীক্ষাকেন্দ্রের আশপাশে যানজট এড়াতে অপ্রয়োজনে কেউ যেন গাড়ি না পার্ক করেন এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, পরীক্ষার্থীদের জন্য বিকল্প সড়ক ও পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশের অন্যতম প্রতিযোগিতামূলক সরকারি চাকরির এই পরীক্ষায় অংশ নিচ্ছেন লক্ষাধিক মেধাবী প্রার্থী। নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য