সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজধানীমসজিদের পাশে ককটেল বিস্ফোরণ

মসজিদের পাশে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি. ঢাকার মিরপুরে একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে তামিম (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুর ১ নম্বর বিহারী ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে তামিম মসজিদের পাশে খেলছিল। হঠাৎ তার হাতে ককটেল জাতীয় একটি বিস্ফোরক বস্তু পড়ে। সেটা না বুঝেই হাতে নিয়ে নেড়েচেড়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার ডান হাত ও পেটের ডান পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়।

আহত তামিমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ১১টা ২০ মিনিটে তামিমকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া শুরু হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আহত তামিম আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আনোয়ারের ছেলে। তামিমের নানা জালাল বলেন, বিস্ফোরণের শব্দ শুনে আমি দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মিরপুর থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য