নিজস্ব প্রতিবেদক. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসেবে থাকা ১৭ লাখ ৮৮ হাজার ৮৯১ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।
আবেদন অনুযায়ী মেয়র তাপসের প্রিমিয়াম ব্যাংক পিএলসির একটি হিসাবে ১৭ লাখ ৮১ হাজার, বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি হিসাবে ২২৪২ ও প্রাইম ব্যাংক পিএলসির একটি হিসাবে ৭৬৪৯ টাকা স্থিতি রয়েছে, তা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
