সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বকড়া হুশিয়ারি বন্দিদের-মুক্তি দিতে হবে: ইসরায়েল রাষ্ট্রদূত

কড়া হুশিয়ারি বন্দিদের-মুক্তি দিতে হবে: ইসরায়েল রাষ্ট্রদূত

আন্তর্জাতিক. যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা একটি বৈঠকে গাজায় থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তির জন্য একটি তালিকা অনুমোদন করবে। ওই অনুমোদনের সঙ্গে সঙ্গে ৭২ ঘণ্টার কাউন্টডাউন শুরু হবে এবং ওই সময়ের মধ্যে হামাসকে গাজার থেকে জীবিত ইসরায়েলি বন্দিদের হস্তান্তর করতে হবে।

যদি নির্ধারিত সময়সূচি বজায় থাকে, তাহলে বন্দিদের মুক্তি সম্ভাব্যভাবে রোববার (১২ অক্টোবর) বা সোমবার (১৩ অক্টোবর) সম্পন্ন হবে। সিএনএনের সঙ্গে আলাপকালে লেইটার সতর্ক করে বলেন যে, ইসরায়েল আশা করছে এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে সংঘাত বন্ধ করে দেবে, কিন্তু তা নির্ভর করবে হামাস কতটা সুচারুভাবে চুক্তির শর্ত বাস্তবায়ন করে।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি এই পদক্ষেপ সম্পূর্ণরূপে শত্রুতা শেষ করবে এবং গাজার পুনর্গঠনে ও স্থানীয় জনগণের কল্যাণে পথ খুলে দেবে—তবে এটিই কেবল প্রথম ধাপ; পরবর্তী কয়েক দিনের মধ্যে দেখে নিতে হবে এটি ঠিকভাবে কার্যকর হচ্ছে কি না।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য