নিজস্ব প্রতিবেদক. দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় বাড়লো। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবথেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৯০৫ টাকা বৃদ্ধি পেয়ে নতুন করে ২ লাখ ৯ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দাম ছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন অনুযায়ী:
২২ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ১০০ টাকা,২১ ক্যারেট: ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা,১৮ ক্যারেট: ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা স্বর্ণের পাশাপাশি রূপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট রূপার এক ভরির দাম নির্ধারিত হয়েছে ৪ হাজার ৯৮০ টাকা, যা আগের ৪ হাজার ৬৫৮ টাকা ছিল। অন্য ক্যারেট অনুযায়ী দাম: ২১ ক্যারেট রূপা: ৪ হাজার ৭৪৭ টাকা ১৮ ক্যারেট রূপা: ৪ হাজার ৭১ টাকা সনাতন রূপা: ৩ হাজার ৫৬ টাকা
