সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে, শোক জানালেন প্রধান উপদেষ্টা

ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে, শোক জানালেন প্রধান উপদেষ্টা

আর নিউজ ডেক্স: স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে গবেষণার অগ্রদূতদের একজন। তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ২০২৪ সালে গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রণীত গঠনমূলক ও বাস্তবভিত্তিক সুপারিশগুলো স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে যুগোপযোগী ও দিকনির্দেশক হিসেবে বিবেচিত হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক শাসন ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ এক গবেষক। স্থানীয় সরকার ও সমবায় খাতে তার দীর্ঘ গবেষণা ও লেখালেখি দেশকে দিয়েছে মূল্যবান দিকনির্দেশনা। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তার রচিত প্রায় ২০টি গ্রন্থ এবং দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত বহু প্রবন্ধ দেশের জ্ঞানচর্চা ও নীতি-গবেষণায় দীর্ঘদিন প্রভাব রাখবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হিসেবে তিনি শিক্ষাজীবনে যেমন ছিলেন অনুপ্রেরণার উৎস, তেমনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তার মৃত্যুতে দেশ হারালো এক সৎ, নীতিনিষ্ঠ ও দূরদৃষ্টিসম্পন্ন গবেষককে যার কাজ স্থানীয় শাসনব্যবস্থার বিকাশে অনন্য অবদান রেখে গেছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বুধবার (৮ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

২০২৪ সালের অক্টোবরে প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় তিনি নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য হিসেবে মনোনীত হন এবং পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য