আন্তর্জাতিক. পাকিস্তানে বেলুচিস্তানগামী ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনে বোমা হামলার ঘটনা ঘটেছে। ৭ অক্টোবর সকাল সোয়া ৮টার দিকে সুলতানকোট এলাকায় রেললাইনে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ট্রেনের অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়, যাতে সাতজন যাত্রী আহত হন।
আহত চারজনকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে এবং তিনজনকে শিকারপুর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের নিরাপদে অন্য স্টেশনে স্থানান্তর করা হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শুরু হয়েছে।
সিন্ধুর মুখ্যমন্ত্রী হামলাটি নিন্দা করেছেন ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। বেলুচ বিদ্রোহী সংগঠন বিআরজি হামলার দায় স্বীকার করেছে।
