সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeশিক্ষামাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজি পদে প্রার্থী আহ্বান

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজি পদে প্রার্থী আহ্বান

নিজস্ব প্রতিবেদক. শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগের জন্য প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সোমবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে মাউশির দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। তিনি দায়িত্বে থাকলেও মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদে আগ্রহী হতে হবে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ব্যাচ ও তদূর্ধ্ব কর্মকর্তাদের। আবেদন করতে চাইলে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে হবে।

প্রার্থীকে অবশ্যই সৎ, দায়িত্বশীল এবং প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।

মাউশি দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের ৯টি আঞ্চলিক কার্যালয় এবং এসব কার্যালয়ের অধীনে জেলা শিক্ষা অফিসগুলো মাউশির তত্ত্বাবধানে পরিচালিত হয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য