ডেস্ক রির্পোট: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছে, ফিলিস্তিনের গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ্র ফ্লটিলায় অংশ নেওয়া আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ সকল অংশগ্রহণকারীর নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, শহিদুল আলম ২০১৮ সালে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে ১০৭ দিন কারাভোগ করেছেন, তবে তিনি গাজার উদ্দেশে এই মানবিক মিশনে সাহস ও দৃঢ়তায় অংশ নিয়েছেন।
ড. ইউনূস জাতিসংঘের অধিবেশনে গাজার সহিংস পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সহায়তা বাড়ানোর এবং গাজার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
