রনি মজুমদার,ঢাকা: জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি প্রদান ও এর ভিত্তিতে ফেব্রুয়ারি ২০২৬ সালে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার এখনো হয়নি। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, যা দূর করা জরুরি।”
ড. কাদের জানান, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব হচ্ছে সনদটি আইনী ভিত্তি দিয়ে দ্রুত কার্যকর করা। এজন্য দলটি দুটি প্রস্তাবনা দিয়েছে—
১. গণভোটের মাধ্যমে আইনী বৈধতা দেওয়া,
২. অর্ডিন্যান্স, নির্বাহী আদেশ ও রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে বাস্তবায়ন।
তিনি অভিযোগ করেন, এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে না, বরং সনদ ঘোষণার আগেই নির্বাচনী রোডম্যাপ দিয়ে বিভ্রান্তি তৈরি করছে।
ঘোষিত নতুন কর্মসূচি:
১. ৫-৯ অক্টোবর: গণসংযোগ
২. ১০ অক্টোবর: বিভাগীয় শহরে গণমিছিল
৩. ১২ অক্টোবর: জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান
৪. ১৫-৩০ অক্টোবর: সংসদীয় আসনভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ
প্রেস ব্রিফিংয়ের আগে দলের মনোনীত ২৫৬ জন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।
