সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজনীতিসারজিসের অভিযোগ, জাপা স্বৈরশাসনের সহযাত্রী

সারজিসের অভিযোগ, জাপা স্বৈরশাসনের সহযাত্রী

আর নিউজ: স্বৈরশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি- এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেদিকে গেছে, জাতীয় পার্টি একই পথে হেটেছে। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন তারা যদি সাধু সেজে রাজনীতি করতে চায়, দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। এমনকি জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন সারজিস আলম।

দলের নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ‘এনসিপির প্রতীক যদি হয়, তাহলে সেটি অবশ্যই শাপলাই হবে। আমরা এই শাপলা প্রতীক নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। যদি নির্বাচন কমিশন এখানেও তাদের স্বেচ্ছাচারিতা চালায়, আমরা প্রয়োজনে আইনগত লড়াই করব, রাজনৈতিকভাবেও মোকাবেলা করব।’

পিআর ব্যবস্থার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি, পিআর উচ্চ কক্ষে গ্রহণযোগ্য। তবে বর্তমান পরিস্থিতিতে নিম্ন কক্ষে পিআর চালু হওয়ার মতো অবস্থা নেই।’

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য