আর নিউজ: বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান নারী দলের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা হলো ভারতীয় দলের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় তাদের অনুশীলনে হুট করেই হানা দেয় একটি সাপ।
সিংহলিজ ভাষায় ‘গারান্দিয়া’ সাপ কলম্বোর এই মাঠের প্রায় নিয়মিত অতিথি। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ বা গত জুলাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ চলাকালেও কয়েকবার দেখা গেছে এই ইঁদুরখেকো সাপের আনাগোনা দেখা গেছে। ভারতীয় ক্রিকেট দলকে আশ্বস্ত করে এক মাঠকর্মী বলেছেন, ‘এটি বিষাক্ত নয়। কামড় দেয় না। এটি গারান্দিয়া সাপ। এটি শুধু ইঁদুরের খোঁজে আসে।’
হুট করে এই সাপের আগমনে ভারতের অনুশীলনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। ক্রিকেটারদের কেউ কেউ হঠাৎ আঁতকে ওঠেন। কেউ কেউ আবার স্বাভাবিকভাবে নিয়ে চালিয়ে যান অনুশীলন। সাপোর্ট স্টাফ বা উপস্থিত সাংবাদিকদেরও একই অবস্থা হয়।
এই মাঠে রোববার দুপুরে মুখোমুখি হবে দুই প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু করেছে ভারত। আর বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হেরে গেছে পাকিস্তান।
