রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
Homeজাতীয়খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আর নিউজ:বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে করতে না পারে সে জন্য খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে ফ্যাসিস্টরা বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত। সেখানে এখন কোনো সমস্যা নেই।

তিনি বলেন, ‘পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে করতে হয়। তারা যাতে ভালোভাবে এটা উদযাপন করতে না পারে, এটা ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। সেটিই তারা করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।’

প্রসঙ্গত, তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে বলবৎ রয়েছে ১৪৪ ধারা।

শহরে ঢুকতে বা বের হতে তল্লাশি চালানো হচ্ছে। জুম্মা ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি চলাচল করা হচ্ছে না।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য