আর নিউজ: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা মো.জহির উদ্দিন চৌধুরী টিপু (৪০)-কে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহির হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত নূরুল আবছার চৌধুরীর ছেলে।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গত আগস্ট মাসে জোবরা গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বলেন, তার বিরুদ্ধে কয়টি মামলা আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
