Site icon Daily R News

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

আর নিউজ: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা মো.জহির উদ্দিন চৌধুরী টিপু (৪০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহির হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত নূরুল আবছার চৌধুরীর ছেলে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গত আগস্ট মাসে জোবরা গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বলেন, তার বিরুদ্ধে কয়টি মামলা আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version