আর নিউজ: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে বৃষ্টি বাড়বে এবং দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।
আজ ৩০ সেপ্টেম্বর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটসহ বিভিন্ন বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল, বুধবার, বিভিন্ন বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে, এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
