সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণ বিষয়ে গণশুনানি ৬ অক্টোবর

প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণ বিষয়ে গণশুনানি ৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণের প্রস্তাবের বিষয়ে গণশুনানি আগামী ৬ অক্টোবর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (তিতাস গ্যাস), বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বাখরাবাদ গ্যাস), জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জালালাবাদ গ্যাস) এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কর্ণফুলী গ্যাস)-এর সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণের প্রস্তাবের ওপর এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গণশুনানি-পূর্ব লিখিত মতামত কমিশনে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া, গণশুনানিতে অংশগ্রহণের জন্য ২৮ সেপ্টেম্বরের মধ্যে কমিশনে নাম তালিকাভুক্তির অনুরোধ করা হয়েছে।

তালিকাভুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা ওপরে বর্ণিত লাইসেন্সীসমূহের প্রস্তাবের বিষয়ে বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণের প্রস্তাবসমূহের অনুলিপি অফিস চলাকালীন কমিশন কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া, কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd থেকেও ডাউনলোড করা যাবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য