মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
Homeজাতীয়নির্বাচন জনগণের ওপর নির্ভর করে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন জনগণের ওপর নির্ভর করে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আর নিউজ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ‘এবারের নির্বাচনে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা থাকবেন। বর্তমানে মাঠে ৩০ হাজারের মতো সেনা সদস্য আছেন। নির্বাচনের সময় ১ লাখের মতো থাকবেন। এ ছাড়া নৌ ও বিমানবাহিনী থাকবে।

আমাদের পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড, আনসার ও প্রশাসন আছে। নির্বাচন তো আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নির্ভর করে না, জনগণের ওপর নির্ভর করে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আটকাতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মতৈক্য হয়ে গেলে নির্বাচন করতে সুবিধা হবে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত বিভাগীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আলোচনা, নির্বাচন নিয়ে আলোচনা ও মাদক সমস্যা নিয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য