অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে ইউরোপীয় সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্প গড়ে তোলার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
বুধবার সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার দেশের বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার উচ্চ প্রশংসা করেন।
সাক্ষাৎকালে সেনাপ্রধান ও ইইউ প্রতিনিধিদলের মধ্যে পারস্পরিক শুভেচ্ছাও বিনিময় হয়।
