সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়চীনের ‘গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে’ ডাক পেল বাংলাদেশ

চীনের ‘গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে’ ডাক পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ একটি নতুন বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চীনের ‘গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে’ (জিজিআই) অংশ নিতে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের এই উদ্যোগের মূল লক্ষ্য বৈশ্বিক শাসনব্যবস্থার সংকট মোকাবেলায় একটি ‘চীনা সমাধান’ উপস্থাপন করা।

ঢাকায় সোমবার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে এক বৈঠকে এই আমন্ত্রণ জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রত্যক্ষ সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে এবং গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে চীন বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম চীনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রেসিডেন্ট সি জিনপিংয়ের একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এর প্রশংসাও করেন।

বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। একইসঙ্গে দুই দেশের জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য