সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়৪৭তম বিসিএস পরীক্ষায় থাকবেন ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৪৭তম বিসিএস পরীক্ষায় থাকবেন ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজধানী ঢাকার পরীক্ষাকেন্দ্রগুলোতে ১২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১১৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১৯ সেপ্টেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে পিএসসি কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। এর আগে এ সংক্রান্ত ৯ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য