সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়অভিন্ন দাবিতে কর্মসূচিতে নামছে ৩ দল

অভিন্ন দাবিতে কর্মসূচিতে নামছে ৩ দল

ইসলামপন্থি তিনটি রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি প্রবর্তন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলগুলো। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হবে। এর মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা এবং খেলাফত মজলিস ছয় দফা দাবি তুলে ধরেছে।

জামায়াতের কর্মসূচি
রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে।

ডা. তাহের বলেন, ‘জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হবে।’ তিনি আরও দাবি করেন, অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন।

 

 

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য