সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বনেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সবিতা ভাণ্ডারি

নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সবিতা ভাণ্ডারি

দৈনিক আর নিউজ:নেপালের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভাণ্ডারি বরাল। এটি নেপালে প্রথমবারের মতো এমন ঘটনা, যেখানে একজন নারী এই গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল তাকে এই পদে নিয়োগ দেন। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমাণ্ডু পোস্ট এ খবর প্রকাশিত হয়েছে।

প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল জানিয়েছেন, প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সবিতার নিয়োগের সুপারিশ করেন এবং প্রেসিডেন্ট তা অনুমোদন করেছেন।

এর আগে সকালেই প্রেসিডেন্ট পাওডেল অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র গ্রহণ করেন। সবিতা এর আগে তথ্য কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশিষ্ট আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভাণ্ডারির কন্যা।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য