জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছয় হলে ভোট গণনা চলছে। এর মধ্যে দুই হলের গণনা শেষের দিকে।
আজ শনিবার সকাল ১০টার কিছু আগে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ কথা জানান।
লুৎফুল এলাহী বলেন, ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। তিনি আরও জানান, শহীদ তাজউদ্দীন আহমদ, আ ফ ম কামাল উদ্দিন, ২১ নং ছাত্র হল , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও মওলানা ভাসানী হলের ভোট গণনা চলছে। এরমধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের ভোট গণনা প্রায় শেষের দিকে।
এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের ভোট গণনা দ্রুতই শেষ হবে বলে জানান তিনি।
