শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeখেলামানের একমাত্র গোলে স্বপ্নভঙ্গ সালাহর, ফাইনালে সেনেগাল

মানের একমাত্র গোলে স্বপ্নভঙ্গ সালাহর, ফাইনালে সেনেগাল

ক্রীয়া ডেস্ক: মরক্কোর গ্রাঁদ স্তাদ দ্য তাঞ্জিয়ারে বুধবার রাতে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে অবিশ্বাস আর হতাশায় তাকিয়ে ছিলেন মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে সেনেগালের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গেল সালাহদের।

তবে এই গল্প নতুন কিছু নয়। এর আগে, ২০২১ সালের আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে, লিভারপুলে নিজের বন্ধু ও সাবেক সতীর্থ সাদিও মানে টাইব্রেকারে ম্যাচ নির্ধারণী পেনাল্টিতে স্বপ্নভাঙে মোহাম্মদ সালাহর মিসরের।

এর কয়েক মাস পর ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে দুই লেগের লড়াইয়েও আবার সেই একই গল্প। টাইব্রেকারে সালাহ পেনাল্টি মিস করলে, মানে গোল করে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন সেনেগালের জন্য।

এবার নিস্তেজ ও আক্রমণহীন ম্যাচে পার্থক্য গড়ে দেন সাবেক লিভারপুল সতীর্থ সাদিও মানে।

ম্যাচের ৭৮তম মিনিটে মানের শক্তিশালী শটই সেনেগালকে তুলে দেয় ফাইনালের টিকিট। দীর্ঘ ১৫ বছর পর আফ্রিকা কাপ জয়ের লক্ষ্য নিয়েই মরক্কো এসেছিল তারা। কিন্তু শেষ চারে এসে হতাশ করল সালাহর দল।

ম্যাচ শেষে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে মানে বলেন, ‘ওর (সালাহর) জন্য বিষয়টা সহজ নয়।

কিন্তু ও দলকে টানার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজনকে হারতেই হতো। আমি ফাইনালে উঠতে পেরে খুশি।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য