শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeআইন-আদালতমতিঝিলে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে শাহরিয়ার কবির

মতিঝিলে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে শাহরিয়ার কবির

অনলাইন ডেস্ক: ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার অভিযোগের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ সোমবার (১২ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে প্রিজনভ্যানে করে হাজির করা হয়।

এ মামলায় এরই মধ্যে আরও চারজন গ্রেফতার হয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক এবং সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম। গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল শাহরিয়ার কবিরকে হাজির করার নির্দেশ দেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের দিনও নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বহু রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য