শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeরাজধানীভাটারা থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

ভাটারা থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

অনলাইন ডেস্ক: রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। চুরির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, মুখোশধারী দুজন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাচ্ছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহা কম্পানির এফজেডএস ভার্সন-২’ মডেলের ছিল। এর রঙ ছিল কালো। মোটরসাইকেলটি ভাটারা থানার এএসআই মো. ফিরোজের। ভোরের দিকে মোটরসাইকেলটি থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল।

সিসিটিভি ফুটেজে ওই দুজনকে মুখোশ পরে থানার গেটের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে একজন থানার ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলের তালা ভাঙেন। আরেকজন থানার বাইরে পাহারা দিতে থাকেন। পরে দুজন মিলে বাইকটি ঠেলে থানা এলাকা থেকে বের করে নিয়ে দ্রত সটকে পড়েন।

এএসআই ফিরোজ গণমাধ্যমকে জানান, গত শুক্রবার রাতে তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলেন। সকালে থানায় ফিরে দেখেন, যেখানে মোটরসাইকেলটি রেখেছিলেন, সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানতে পারেন, মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছেন। মোটরসাইকেলের সঙ্গে রাখা তার হেলমেটটিও তারা নিয়ে গেছেন।

মোটরসাইকেলে একটি জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকার লাগানো ছিল। তবে চোরেরা মোটরসাইকেলটি থেকে সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলেছে। ফলে মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।

তবে থানার ভেতরে চুরির বিষয়টি অস্বীকার করে ভাটারা থানার ওসি মো. ইমাউল হক জানান, থানার ভেতরে নয়, বাইরের গ্যারেজ থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছে। তারা মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য