শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeসারাদেশবোমা সদৃশ বস্তু উদ্ধার, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

বোমা সদৃশ বস্তু উদ্ধার, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

অনলাইন ডেস্ক: ফরিদপুর শহরে সেতুর ওপর থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধার বস্তুটি বর্তমানে আলিপুর সেতুর নিচে কুমার নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুটি বোমা কি না পরীক্ষা করা হবে।

বোমা হিসেবে নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতরে বোমা রয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর থেকেই এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। পরে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগটি তল্লাশি করে ভেতরে টেপ দিয়ে প্যাঁচানো একটি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। নিরাপত্তাজনিত কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে নদীর পাড়ে বালির বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়।

তিনি আরো জানান, বিশেষজ্ঞ টিম নিশ্চিত না করা পর্যন্ত বস্তুটি স্পর্শ করা হচ্ছে না। জননিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে।

ঘটনার পর থেকে আলিপুর সেতু ও আশপাশ এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য