শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeবিনোদননবউদ্যমে সাংস্কৃতিক মঞ্চে ছায়ানটের প্রত্যাবর্তন

নবউদ্যমে সাংস্কৃতিক মঞ্চে ছায়ানটের প্রত্যাবর্তন

অনলাইন ডেস্ক: সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরেছে ছায়ানট। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শুদ্ধসংগীত উৎসব’, যা উৎসর্গ করা হয়েছে কালজয়ী সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁকে।

জাতীয় সংগীত দিয়ে শুরু হয় প্রথম দিনের আয়োজন। উদ্বোধনী দিনে শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে প্রথম অধিবেশন। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন এবং দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।

উৎসবের উদ্বোধনী ভাষণে ছায়ানট সভাপতি সারওয়ার আলী দেশের সাংস্কৃতিক পরিবেশ নির্বিঘ্ন করার ওপর গুরুত্বারোপ করেন। জানান, একটি নিরাপদ স্বদেশ ভূমি ও জনপদ গড়ে তোলাই এখনকার মূল প্রত্যাশা, যেখানে কোনো বাধা ছাড়াই সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার সুযোগে ছায়ানট ভবনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। যদিও সচেতন মহলের দাবি, এই হামলার পেছনে হাদির সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা ছিল না; বরং বিশৃঙ্খলাকারীরা নিজেদের স্বার্থ হাসিলে পরিস্থিতির সুযোগ নিয়েছিল।

ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ছায়ানটের পাঠদানসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত ১ জানুয়ারি থেকে দাপ্তরিক কাজ এবং ৩ জানুয়ারি থেকে শুরু হয় নিয়মিত শিক্ষা কার্যক্রম। এবার এই সংগীত উৎসবের মাধ্যমেই মূলত বড় কোনো আয়োজনে ফিরল ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক সংগঠনটি।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য