শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeশিক্ষাজকসুর হল সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ তিন পদে ছাত্রীসংস্থার জয়

জকসুর হল সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ তিন পদে ছাত্রীসংস্থার জয়

অনলাইন ডেস্ক. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন -২০২৫ এর একমাত্র ছাত্রী হলের নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরাণী হল সংসদ নির্বাচনের নির্বাচনে ১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টায় নির্বাচন কমিশনের হল সংসদের রির্টানিং অফিসার ও প্রভোস্ট আনজুমান আরা উর্মি এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্রীসংস্থা-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মোছা. জান্নাতুল উম্মি তারিন। তিনি পেয়েছেন ৫৫০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ফারজানা আক্তার রিমি ২৩৬ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ছাত্রীসংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সাদিয়া সুলতানা নেলি ২৩৬ ভোট পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে ছাত্রীসংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রেদওয়ানা খাওলা ৫৪৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের শেখ তাসলিমা জাহান মুন ৪০৪ ভোট পেয়েছেন।

সম্পাদকীয় পদসমূহে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাদিয়া আফরোজ পেয়েছেন ৪৩৩ ভোট। সংস্কৃতি সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (ইমু) পেয়েছেন ৩৪৬ ভোট, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া পেয়েছেন ৫৩৯ ভোট, ক্রীড়া সম্পাদক সাবিকুননাহার পেয়েছেন ৬৩৫ ভোট, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফারজানা আক্তার পেয়েছেন ৪০৮ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক খাদিজা খাতুন পেয়েছেন ৪৮৬ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবরিনা আক্তার ৬১৪, নওশীন বিনতে আলম ৫৩৪, মোছা. সায়মা খাতুন ৫১৭, লস্কর রুবাইয়াত জাহান পেয়েছেন ৪৮৪ ভোট।

নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরাণী হল সংসদ নির্বাচনের মোট ভোটার ছিল ১ হাজার ২৪৭ জন। নির্বাচনে তিনটি প্যানেল ছিল। চূড়ান্ত প্রার্থী ছিলেন ৩৩ জন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য