শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeখেলাইতিহাস ছুঁয়ে ফাইনালে কাতালান জায়ান্টরা

ইতিহাস ছুঁয়ে ফাইনালে কাতালান জায়ান্টরা

অনলাইন ডেস্ক: সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বড় জয়ে ফাইনালে উঠে গেছে বার্সেলোনা। বুধবার রাতে আর্নেস্তো ভালভার্দের অ্যাথলেটিক বিলবাওকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা।

এই জয়ে শিরোপা ধরে রাখার মিশনে দারুণ বার্তা দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করেন ফেরান তোরেস, ফেরমিন লোপেজ, রুনি বার্ডঘজি এবং জোড়া গোল করেন রাফিনহা।

আক্রমণ, গতি ও পজিশনাল ফুটবলে পুরো ম্যাচজুড়েই অ্যাথলেটিক বিলবাওকে কোণঠাসা করে রাখে বার্সেলোনা।

পরিসংখ্যানেও ম্যাচটি হয়ে উঠেছে স্মরণীয়। অপ্টার তথ্য অনুযায়ী, স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে আগে কখনো এক ম্যাচে এত বড় ব্যবধানে জয় পায়নি কোনো দল। পাশাপাশি ২০১০-১১ মৌসুমের পর এই প্রথম কোনো সুপার কাপ ম্যাচে তিনজন ভিন্ন খেলোয়াড় প্রত্যেকে তিনটি করে গোলে অবদান রাখলেন।

ফার্মিন লোপেজ একটি গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করেন, রাফিনহা দুই গোল ও একটি অ্যাসিস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, আর রুনি বার্ডঘজিও একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন।

এই জয়ের ফলে ফাইনালের টিকিট কেটেছে বার্সেলোনা। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা অ্যাতলেতিকো মাদ্রিদ। ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হওয়ার সুযোগ পেতে আজ রাতে সেমিফাইনালে মুখোমুখি হবে মাদ্রিদের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য