শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeশিক্ষাজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা স্থগিত

অনলাইন ডেস্ক. আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে টেকনিক্যাল কারণে ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়।

সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশন বলছে, এবারের নির্বাচনে হল সংসদে ৭৫ শতাংশ এবং কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনার ক্ষেত্রে ৬টি ওএমআর মেশিন ব্যবহারের তথ্য জানিয়েছে কমিশন।

এবারের জকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১৬ হাজার ৬৪৫ জন। ১৭৮টি বুথে শিক্ষার্থীরা তাদের ভোট দেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য