শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeরাজনীতিসংখ্যাগরিষ্ঠতা অর্জন নির্বাচনের লক্ষ্য

সংখ্যাগরিষ্ঠতা অর্জন নির্বাচনের লক্ষ্য

ইউসুফ আলী প্রধান: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের মধ্যেও দলটি দ্রুতই সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। টানা ৪১ বছর দলের শীর্ষ নেতৃত্বে থাকা এই নেত্রীকে হারিয়ে নেতা-কর্মীরা শোককে শক্তিতে পরিণত করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

এ লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে গুলশানে দলের কার্যালয়ে, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। রাজধানীতে গণজমায়েত ও খালেদা জিয়ার জানাজায় বিপুল জনসমাগম আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে দলের সংশ্লিষ্টরা মনে করছেন।

শোক কর্মসূচি শেষ হলে পূর্ণোদ্যমে নির্বাচনি মাঠে নামবে বিএনপি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য