অনলাইন ডেস্ক. কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন নামে একজন হেলপার মারা গেছেন।
মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। চালক ওবায়দুর রহমানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার ভোরে বালু আনার জন্য একটি ট্রাক কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তালবাড়ীয়া কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার হুসাইনের মৃত্যু হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
