শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeখেলাফিফার কাছে সুনীল ছেত্রীদের অনুরোধ

ফিফার কাছে সুনীল ছেত্রীদের অনুরোধ

ক্রীয়া ডেস্ক. পুরোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে ১৫ বছরের চুক্তির মেয়াদ ফুরোনোর পর ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যৎ থমকে গেছে। নতুন পৃষ্ঠপোষক পাওয়া কিংবা টুর্নামেন্টটি কবে নাগাদ আবার শুরু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। চলমান এই সংকট কাটাতে এবার ফিফাকে ব্যবস্থা নিতে কাতর কণ্ঠে অনুরোধ জানালেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীসহ কয়েকজন অভিজ্ঞ তারকা।

গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভারতীয় এই তিন ফুটবলার– সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, এবং সন্দেশ ঝিঙ্গান। যেখানে তারা আইএসএল চালুর পক্ষে একসুরে গলা মিলিয়েছেন। একইসঙ্গে তুলে ধরা হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ব্যর্থতার কথা। ছেত্রী-গুরপ্রীতদের দাবি– কঠিন এই পরিস্থিতিতে যদি ফিফা হস্তক্ষেপ না করে, তাহলে ভারতীয় ফুটবল চিরকালের জন্য পঙ্গু হয়ে যাবে।

ভিডিও বার্তায় ভারত জাতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, পোস্টারবয় সুনীল ছেত্রী এবং সন্দেশ ঝিঙ্গান বলেন, ‘এখন জানুয়ারি মাস। যখন আমরা আইএসএলের কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আপনাদের টিভির পর্দায় হাজির হওয়ার কথা ছিল, তার বদলে আমরা ভয় এবং হতাশা নিয়ে দিন কাটাচ্ছি। আজ জোর গলায় একটা কথা বলতে এসেছি যেটা আমরা সবাই জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে– আমরা একটা আবেদন নিয়ে এসেছি। আমরা (ভারতীয় ফুটবল) স্থায়ীভাবে পঙ্গু হওয়ার শঙ্কায় আছি। ফুটবলকে বাঁচাতে এটা আমাদের শেষ চেষ্টা। ফিফার কাছে অনুরোধ– আপনারা হস্তক্ষেপ করুন এবং ভারতের ফুটবলকে বাঁচানোর জন্য যা দরকার তাই করুন।’

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য