শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeসারাদেশশরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক. বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়ায় দৃষ্টিসীমা কমে যায়।

ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এতে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকে পড়ে।

পরে যাত্রী ও চালকদের ভোগান্তি এড়াতে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে গেলে শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে পুনরায় ফেরি চলাচলের ঘোষণা দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৪টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কমে যাওয়ায় আজ সকাল ১০টা ৪৫ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য