শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
Homeরাজধানীমোমিন মেহেদীর ওপর হামলার বিচার দাবি ও তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল

মোমিন মেহেদীর ওপর হামলার বিচার দাবি ও তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল

নিজস্ব প্রতিবেদক.  দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও কলামিস্ট মোমিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সংবাদমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

৩০ ডিসেম্বর প্রেরিত এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন,নতুনধারার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজী মনসুর, একরামুল হক গাজী লিটন, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা।

এছাড়াও বিবৃতিতে স্বাক্ষর করেন,দৈনিক স্বদেশ বিচিত্রা-এর সম্পাদক অশোক ধর, সময়ের বার্তা-এর সম্পাদক লোকমান হোসেন, নিউজ লাইফ ইউকে-এর সম্পাদক কালাম আবু বকর, ইউরো বাংলা টাইমস-এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রেস ইউনিটির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান বিকাশ রায় ও রিপন শান, জাতীয় সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বুলবুল, মানবাধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক পূর্বাভাস-এর অনলাইন সম্পাদক মাহমুদ চিশতী এলেক্স, জাতীয় সাংস্কৃতিকধারার উপদেষ্টা সাইফুল ইসলাম চৌধুরী, জাতীয় শিক্ষাধারার উপদেষ্টা তাহমিনা খলিল, সাউন্ডবাংলা সবার স্কুলের ট্রাস্টি বোর্ড সদস্য বেলাল ঢালী এবং জাতীয় শ্রমিকধারার সদস্য আফতাব মন্ডলসহ অনেকে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর মতো একজন নির্মোহ ও প্রগতিশীল রাজনীতিককে যারা ক্ষমতার লোভে হত্যা করতে চায়, তারা জাতির শত্রু, ধর্মের শত্রু ও মানবতার শত্রু। আমরা এই বর্বর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তারা দেশের ক্রমাবনত আইন-শৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতিও ধিক্কার জানান।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদের আয়োজনে অনুষ্ঠিত ‘মুক্তিযোদ্ধা মিলন মেলা ২০২৫’-এ অংশগ্রহণ শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের অনুসরণ করার বিষয়টি আঁচ করেন মোমিন মেহেদী।

পরবর্তীতে রামপুরা থেকে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে সঙ্গে নিয়ে বিজয়নগরস্থ সেন্ট্রাল ল’ কলেজের পেছনের সড়ক দিয়ে যাওয়ার সময় ৬–৭ জন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা লোহার রড ও হকিস্টিক দিয়ে মোমিন মেহেদীর ওপর উপর্যুপরি আঘাত হানে।

মোমিন মেহেদী প্রতিরোধের চেষ্টা করলে তাকে বেদমভাবে মারধর করা হয়। শান্তা ফারজানার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বর্তমানে মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাঈদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানান, গুরুতর আঘাতের কারণে শরীরের বিভিন্ন স্থানে ইনজুরি হয়েছে। হামলা দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের প্রাণঘাতী ঘটনা ঘটতে পারত বলেও তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য