শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeরাজধানীঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ

অনলাইন ডেস্ক. ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বাসের চালকসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি এক্সপ্রেসওয়ের ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে থেমে থাকা একটি পণ্যবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালকসহ অন্তত ১০ জন আহত হন। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা। একপর্যায়ে হতাহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এদিকে অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হতাহতদের মধ্যে বাসচালকসহ দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ চ্যানেল 24- কে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী ওই বাসটি গোপালগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনদু’টি সরিয়ে নিলে রাত দেড়টার দিকে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।

বাস চালকের অসতর্কতা ও ঘন কুয়াশায় দ্রুতগতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ। অন্যদিকে দুর্ঘটনাকবলিত বাসটি আটক রেখে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য