শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
Homeসারাদেশঘন কুয়াশায় চার যানবাহনের সংঘর্ষ

ঘন কুয়াশায় চার যানবাহনের সংঘর্ষ

অনলাইন ডেস্ক. ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে ঘন কুয়াশায় একের পর এক সংঘর্ষে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছে বলেও জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র কুয়াশার কারণে পথ দেখা না যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে যানগুলো পরপর ধাক্কা দিলে যানবাহনগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক পোস্টকে বলেন, ঘন কুয়াশার কারণে কয়েকটি যানবাহনে ধাক্কা লেগে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এতে ১০ মিনিটের মতো সময় যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হলে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর নয়। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য