শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
Homeসারাদেশদিনমজুরের গোয়াল থেকে ৩ গরু চুরির অভিযোগ

দিনমজুরের গোয়াল থেকে ৩ গরু চুরির অভিযোগ

অনলাইন ডেস্ক. জয়পুরহাটের আক্কেলপুরে এক দিনমজুরের বাড়ির দেয়াল ভেঙে বাড়ির উঠানে রাখা মোটরসাইকেল বিকল করে গোয়ালঘর থেকে তিনটি ষাঁড় গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার দিবাগত রাতে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের মাঠপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত দিনমজুর ফেরদৌস ইসলাম (৩৫) ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। চুরি যাওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে ঘুম থেকে উঠে ঘরের দরজা বাহির থেকে বন্ধ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন ফেরদৌস ইসলামের মা আসমা বেগম। তার চিৎকার শুনে ফেরদৌস ঘুম থেকে উঠে দরজা খুলে দেন। পরে গোয়ালঘরে গিয়ে তিনি দেখতে পান, ভেতরে বাঁধা তিনটি গরু নেই এবং গোয়ালঘরের দেয়ালের ইট ভাঙা অবস্থায় রয়েছে। এ সময় বাড়ির উঠানে রাখা একটি মোটরসাইকেলের তেল বের করে নিয়ে তার ছিঁড়ে বিকল করে রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, যাতে করে চোরেরা সহজে পালিয়ে যেতে পারে সেজন্যই মোটরসাইকেলটি নষ্ট করা হয়।

স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে লোকজন থাকা সত্ত্বেও এলাকায় নানা চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে। তারা এ বিষয়ে প্রশাসনের জোরালো নজরদারি ও দ্রুত চোরচক্র শনাক্তের দাবি জানান।

আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা বলেন,এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য